গম্ভীরের চোখে বিশ্বকাপের আগে ভারতের সবচেয়ে বড় ভুল

গত দুই বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় ভুল কী ছিল তা নিয়ে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি বলেছেন, সবচেয়ে বড় যে ভুল ছিল, (বিশ্বকাপের আগে) পর্যাপ্ত সংখ্যক বড় খেলোয়াড় (দল হিসেবে) একসঙ্গে খেলতে পারেনি।

স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপে ভালো পারফর্ম করার জন্য যদি বড় খেলোয়াড়দের আইপিএলে বিশ্রামের দরকার হয়, তাহলে তাদের তা পাওয়া উচিত। খবর- হিন্দুস্তান টাইমস।

গৌতম গম্ভীর বলেন, আমাদের সেরা একাদশ যাতে বেশি বেশি ম্যাচ একসঙ্গে খেলতে পারে সেজন্য ওয়ানডে ম্যাচে কারও বিরতি না নেওয়া ভালো। তাদের একসঙ্গে খেলতে হবে।

তিনি বলেন, আইপিএল দলগুলো বড় খেলোয়াড়দের বিশ্রামের কারণে সমস্যায় পড়লে পড়ুক। কারণ, ভারতীয় ক্রিকেট বড়, আইপিএল নয়। বিশ্বকাপ জিতলে আইপিএল তথা ভারতীয় ক্রিকেটই লাভবান হবে।

এমন খোলামেলা মতামতের জন্য ভারতীয় ক্রিকেট-দুনিয়ায় আলোচনায় উঠে এসেছেন গৌতম গম্ভীর। কারণ, তিনি নিজেই আইপিএলের সঙ্গে যুক্ত। লক্ষ্ম সুপারজায়েন্টসের মেন্টর।

তবে প্রশ্ন উঠেছে, আইপিএল থেকে কেউ কি আসলেই বিরতি নিতে চান? এই টুর্নামেন্ট তো রীতিমত মানি-মেশিন।