ইউনাইটেড কোম্পানির নথি তলব হাইকোর্টের

high-court

ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানির রেজিস্ট্রার্ড জয়েন্ট স্টক কোম্পানিতে থাকা নথি তলব করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

১ হাজার ৯শ’ কোটি টাকা লাভের বিপরীতে দুই পরিচালকদের দেওয়া হয়েছে মাত্র ৩ কোটি টাকা। অথচ তাদের শেয়ার রয়েছে শতকরা ১০ ভাগ। হাইকোর্টে শেয়ারের লভ্যাংশ নিয়ে নয়ছয়ের এই অভিযোগ উত্থাপনের পর বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।

ইউনাইটেড এন্টারপ্রাইজ অ্যান্ড কোম্পানির অন্যতম পরিচালক হলেন ফরিদুর রহমান খান ও আবুল কালাম আজাদ। এদের নামে কোম্পানির ১০ ভাগ শেয়ার রয়েছে। কোম্পানি আইনের ২৩৩ ধারায় মাইনরিটি প্রটেকশন চেয়ে তারা হাইকোর্টে আবেদন করেন।

তাদের পক্ষে আইনজীবী মেহেদী হাসান চৌধুরী বলেন, গত বছর এই কোম্পানির ১ হাজার ৯০০ কোটি টাকা লভ্যাংশ হয়েছে। কিন্তু সেই লভ্যাংশ থেকে এই দুজন পরিচালককে দেওয়া হয়েছে মাত্র তিন কোটি টাকা। এ সময় তিনি এ সংক্রান্ত রেজিস্ট্রার্ড জয়েন্ট স্টক কোম্পানির নথি তলবের আবেদন জানান। এরপরই হাইকোর্ট নথি তলবের আদেশ দেন।