ঝিনাইদহে ক্যাডেট কলেজের পুনর্মিলনীতে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

Jhenaidah map

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ১৩ তম পুনর্মিলনী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।শুক্রবার দুপুরে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি লে. জেনারেল (অবঃ) মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এম রাকিব ইবনে রেজওয়ান, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, এক্স ক্যাডেট ও বর্তমান ক্যাডেটরা।আলোচনা সভা শেষে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ক্যাডেট কলেজের পুনর্মিলনীর কেক কাটেন সেনাপ্রধান। এর পূর্বে সেনাপ্রধান ঝিনাইদহ ক্যাডেট কলেজ কর্তৃক সম্মাননা স্মারক গ্রহণ করেন । সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ শেষে রাতেই তাঁর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।এর আগে সেনাপ্রধান সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে ঝিনাইদহ ক্যাডেট কলেজের হেলিপ্যাডে অবতরণ করেন। তিনি ক্যাডেটদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে সেনাপ্রধান কলেজ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।পুনর্মিলনী অনুষ্ঠানে ক্যাডেট কলেজের ২ হাজার ১’শ জন এক্স ক্যাডেট অংশ গ্রহণ করছেন।শনিবার ক্যাডেট কলেজের পুনর্মিলনীর অনুষ্ঠান শেষ হবে ।