জেলা গোয়েন্দা শাখা ও কোতয়ালি মডেল থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে একটি শিশুসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের এম এম কলেজ দক্ষিণ গেট এলাকার আসিফের ছেলে আইনের সংঘাতে আসা জড়িত শিশু সকাল (১৭),শহরের খড়কী (পীর বাড়ির পাশে ৫নং ওয়ার্ড) মৃত আবু ইউসুফ মেম্বারের ছেলে আবু সাদাত ও খড়কী ( রেলগেট পশ্চিম পাড়া ৬নং ওয়ার্ড) এর ফায়েক শেখ এর ছেলে রমজান শেখ। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে দু’টি মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানাগেছে, ডিবি’র এসআই নুর ইসলামসহ একদল ফোর্স সোমবার ১৪ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৩ টায় গোপন সূত্রে খবর পেয়ে খড়কী ৫নং ওয়ার্ড এলাকার শাহ আব্দুল করিম রোডে আবু সাদাত মোহাম্মদ ফিরোজ মেম্বারের দোতলা বিল্ডিং এর সামনে একটি পালসার মোটর সাইকেলসহ আবু সাদাত মোহাম্মদ ফিরোজ ও রমজান শেখকে গ্রেফতার করে।
এসময় তাদের দখল হতে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করে। পুলিশ জানিয়েছেন, আবু সাদাত মোহাম্মদ ফিরোজের বিরুদ্ধে ২টি ও রমজান শেখ এর বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় ২৭টি মামলা হয়েছে। অপরদিকে,কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে,গত ১৪ ফেব্রুয়ারী সোমবার রাত ১১ টায় শহরের আশ্রম রোডস্থ জনৈক তুহিনের ভাঙ্গারী দোকানের সামনে থেকে শিশু গাঁজা বিক্রেতা সকালকে হেফাজতে নেয়। এসময় তার দখল হতে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারী দুপুরে আদালতে সোপর্দ করে।