যশোরে তিনযুবক ছুরিকাহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) শহরের গাড়িখানা রোডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সেতু, সোহেল রানা সজিব হোসেন সজিব ও আসাদুজ্জামান অনু। সবাই সদর হাসপিটালে ভর্তি রয়েছেন।
জানা যায়, সেতু ২২ পিতা কামরুজ্জামান, সেন্ট্রাল রোড, উপশহর ডিগ্রী কলেজের এইচএসসি মানবিক বিভাগের ছাত্র, তাকে গাড়িখানা থেকে চাকু মারা হয়।
সোহেল রানা সজিব ২৫, পিতা ফরিদ হাওলাদার, ষষ্ঠীতলা, একে পুলিশ অফিসারস ক্লাবের ওখান থেকে চাকু মারা হয়।
অনু ১৮, পিতা আক্তার হোসেন, চৌগাছা বাজার, জেলা রেজিস্ট্রি অফিসের আউটসোর্সিং কর্মচারী, চিত্রার মোড় থেকে চাকু মারা হয়।
আটটায় ঘটনা, সাড়ে আটটায় ভর্তি।
অভিযোগে উঠেছে, একটি মেয়েলি বিষয় নিয়ে সালিশ হচ্ছিল গাড়িখানা রোড়ে। সালিশে কোন সমাধান হয়নি। ঘোপের দুই গ্রুপের লোকজন হঠাৎ করে যে যাকে পায় তাকে চাকু মারে। অতর্কিত হামলায় এ সকল লোকজন ও পথচারী আহত হয়।