রেকর্ড গড়া হলো না হৃদয়ের

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচেই রেকর্ড গড়ার হাতছানি ছিল তৌহিদ হৃদয়ের সামনে।

কিন্তু দুর্ভাগ্য তার দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস খেললেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি।

৮৫ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৯২ বলে আউট হন হৃদয়। হৃদয় আউট হওয়ার আগে ৮৯ বলে ৯৩ রানে ফেরেন সাকিব আল হাসান।

ওয়ানডে ক্রিকেটে অভিষেক বাংলাদেশের হয়ে এর আগে সর্বোচ্চ ৬৩ রান করেন নাসির হোসেন।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ।