যশোরে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার, গ্রেফতার-২

কোতয়ালি থানা ও উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল ও ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার সুজলপুর (বর্তমান রকিবুল ইসলাম,সবদুল্লাহর মোড় বিরামপুর এর বাড়ির ভাড়াটিয়া) নূর ইসলাম গাজীর ছেলে লিটন গাজী ও যশোর শহরের আশ্রম রোড মসজিদের পাশে বাবু শেখ ওরফে কানা বাবুর ছেলে সুমন। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করেছে।

কোতয়ালি থানা সূত্রে জানাগেছে, থানার এক এসআইসহ একদল পুলিশ বুধবার রাত সোয়া ১২ টার পর শহরের শংকরপুর চোপদার পাড়াস্থ পানি উন্নয়ন বোর্ডের পুকুরের উত্তর পাশে জনৈক হানিফ এর গোয়ালঘরের পিছনে পুুকুরের পাড়ে অভিযান চালিয়ে সুমনকে ৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।

অপরদিকে, উপশহর পুলিশ ক্যাম্পের এক এএসআইসহ একদল পুলিশ মঙ্গলবার ১৮ এপ্রিল বিকেল পৌনে ৬ টার সদর উপজেলার বড় শেখহাটি গ্রামস্থ সালাভরা বিলকান্দা ইটের সলিং রাস্তার উপর থেকে লিটন গাজীকে আটক করে। এ সময় তার দখলে থাকা ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে।