বুধবার সকাল সাড়ে নটার দিকে যশোর সদর উপজেলার নারাঙ্গালী দত্তপাড়া এলাকায় পরনের ওড়না চলন্ত ভ্যানে পিছিয়ে পড়ে গিয়ে মা ও তার সাড়ে তিন বছরের শিশু কন্যা আহত হয়েছে। আহত দুজনকে যশোর হাসপাতালে ভর্তি করা হলে সাড়ে তিন বছরের শিশু কন্যা তানিশা বেলা ১১ টার দিকে মারা যায়।
নিহত শিশুটির মা লিপি বেগমের গলার ওড়না সাবধানতা বসত ওড়না পেচিয়ে গেলে তিনি ভ্যান থেকে পড়ে শিশুসহ আহত হন। এ সময় স্থানীয় লোকজন মা ও শিশু কন্যাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে দেন। ভর্তির পর বেলা ১১ টার দিকে শিশুকন্যা তানিশা মারা যায়। শিশুকন্যা তানিশা যশোর সদর উপজেলা ডুমদিয়া গ্রামের ওসমান গনির কন্যা। লিপি বেগম যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর নিহত তানিশার মরদেহ যশোর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।