আজ ৩০ এপ্রিল রবিবার থেকে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবেন ১লাখ ৫৮ হাজার ১০২জন। এর মধ্যে ৭৮ হাজার ৬শ’ ৬৯ জন ছাত্র ও ৭৯ হাজার ৪শ’ ৩৩জন ছাত্রী। এ বছর ছাত্রের চেয়ে ৭৬৪ জন ছাত্রী পরীক্ষার্থী বেশী অংশ নিচ্ছেন। এ বছর যশোর বোর্ডের অধীনে ২ হাজার ৫শ’ ৫১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩৯ হাজার ৪শ’ ৩৭জন অংশ নিচ্ছেন। যার মধ্যে ২০ হাজার ৯শ’ ১৭জন ছাত্র ও ১৮ হাজার ৫শ’ ২০জন ছাত্রী। মানবিক বিভাগ থেকে ১ লাখ ৭শ’ ৬৫জন অংশ গ্রহন করছেন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৭শ’ ৩জন ও ছাত্রী ৫৩ হাজার ৬২জন । ব্যাবসা বাণিজ্যে ১৭ হাজার ৯শ’ জনের মধ্যে ১০ হাজার ৪৯জন ছাত্র ও ৭ হাজার ৮শ’ ৫১ জন ছাত্রী। চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকৃত পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৫০ হাজার ৩শ’ ৬২। এর মধ্যে ৭৪ হাজার ৩শ’ ৯৭ জন ছাত্র ও ৭৫ হাজার ৯শ’ ৬৫ জন ছাত্রী। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৭শ’ ৮২জন। এ মধ্যে ২ শ’ ৫২জন ছাত্র ও ৫ শ’ ৩০জন ছাত্রী। গত বছরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করা পরীক্ষার্থীদের মধ্যে ৮১ জন মান উন্নয়নের জন্য এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছেন । যার মধ্যে ৬০জন ছাত্র ও ২১ জন ছাত্রী। আজ ৩০ এপ্রিল রবিবার সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) ১ম পত্র কোড নং ১০১,সহজ বাংলা ১ম পত্র কোড নং ১০৩ অনুষ্ঠিত হবে বলে ইতিমধ্যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার সময়সূচী অনুযায়ী আগামী ২ মে মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) ২য় পত্র কোড নং ১০২ ও সহজবাংলা ২য় পত্র কোড নং ১০৪ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া, ৩ মে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইংরেজী (আবশ্যিক) ১ম পত্র কোড নং ১০৭ এবং ৭ মে রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজী (আবশ্যিক) ২য় পত্র কোড নং ১০৮, ৯ মে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত গণিত (আবশ্যিক) কোড নং ১০৯, ১০ মে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টায় পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোড নং ১৫৪, ১১ মে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইসলাম ও নৈতিকশিক্ষা কোড নং ১১১,হিন্দু ধর্ম ও নৈতিকশিক্ষা কোড নং ১১২,বোদ্ধ ধর্ম ও নৈতিকশিক্ষা কোড নং ১১৩, খ্রিস্ট ধর্ম ও নৈতিকশিক্ষা কোড নং ১১৪, পর্দাথ বিজ্ঞান (তত্ত¡ীয়) কোড নং ১৩৬,বাংলাদেশের ইতিহাস ও বিশ^সভ্যতা কোড নং ১৫৩ ও ফিন্যান্স ও ব্যাংকিং কোড নং ১৫২ আগামী ১৪ মে রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মে সোমবার গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত¡ীয়) কোড নং ১৫১,কৃষিশিক্ষা (তত্ত¡ীয়) কোড নং ১৩৪,সঙ্গীত (তত্ত¡ীয়) কোড নং ১৪৯,আরবি কোড নং ১২১,সংস্কৃত কোড নং১২৩,পালি কোড নং ১২৪,শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত¡ীয়) কোড নং ১৩৩, চারু ও কারুকলা (তত্ত¡ীয়) কোড নং ১৪৮ সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ১৬ মে মঙ্গলবার রসায়ন (তত্ত¡ীয়) কোড নং ১৩৭,পৌরনীতি ও নাগরিকতা কোড নং ১৪০ ও ব্যবসার উদ্যোগ কোড নং ১৪৩ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভূগোল ও পরিবেশ কোড নং ১১০ আগামী ১৭ মে বুধবার সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত,জীববিজ্ঞান (তত্ত¡ীয়) কোড নং ১৩৮ ও অর্থনীতি কোড নং ১৪১ আগামী ১৮ মে বৃহস্পতিবার সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত,২১ মে রবিবার সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত বিজ্ঞান কোড নং ১২৭ ও উচ্চতর গণিত (তত্ত¡ীয়) কোড নং ১২৬, ২২ মে সোমবার সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত হিসাব বিজ্ঞান কোড নং ১৪৬ ও বাংলাদেশ ও বিশ^ পরিচয় কোড নং ১৫০ আগামী ২৩ মে মঙ্গলবার সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অপরদিকে , ২৪ মে বুধবার হতে ৩০ মে মঙ্গলবার পর্যন্ত সঙ্গীত (১৪৯)সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে সকাল ১০ টা হতে শুরু হবে। ৬ জুন মঙ্গলবার মধ্যে হাতে হাতে ফাইনাল প্রিন্টকপি,ব্যবহারিক উত্তরপত্র,স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষাঙ্গিক কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসাকে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। পরীক্ষা গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন,যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহিন আহম্মদ । পরীক্ষা নকলমুক্ত করতে পরীক্ষা কেন্দ্র এলাকার ২শ’ গজের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যাতায়াত ও প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বোর্ড থেকে স্ব-স্ব জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিজিলেন্স টিম পরীক্ষা কেন্দ্রগুলোতে পরিদর্শন করবেন বলে জানাগেছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে যথা সময়ে পরীক্ষার সকল উপকরণ পৌছে যাবে বলে বোর্ড সূত্র থেকে জানাগেছে।