যশোরে শিক্ষককে গলা টিপে হত্যার অভিযোগ

যশোরের অভয়নগরে শিক্ষককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার জাফরপুর ঘোড়া বটতলা এলাকায়। নিহত ইসমাইল হোসেন যশোর এমএসটিপি স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাফরপুর ঘোড়া বটতলা এলাকার আইনাল হোসেনের সেঝ পুত্র ইমরান হোসেন তার বড় ভাই ইসমাইল হোসেনকে পরিবারের সদস্যদের সামনে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নাম না প্রকাশ না করার শর্তে প্রতিবেশিরা জানান, ‘শুক্রবারে রাত ১১ টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই ইমরান হোসেন তার বড় ভাই ইসমাইল হোসেনকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।’

এ ব্যাপারে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর বিপুল শেখ বলেন, ‘ইসমাইল হোসেন মারা গেছেন শুনেছি। ছোট ভাই ইমরান হোসেনের মাথায় কিছুটা সমস্যা আছে।’

অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল জানান, ‘শনিবারে অপমৃত্যু মামলা করা হয়েছে। ডাক্তার বলেছেন, গলার রগের সমস্যার কারণে মারা গেছেন ইসমাইল হোসেন।’