জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষ্য যশোরের অভয়নগরের পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার বেলা ১২টা থেকে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ এস এম খায়রুল বাসারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক শেখর রঞ্জন রায়, সহকারি অধ্যাপক মোঃ হোসেন আলী, সহকারি অধ্যাপক অনুপমা সরদার, সহকারি অধ্যাপক প্রভাত কুমার মন্ডল, সহকারি অধ্যাপক আসলাম হোসেন,
জ্যেষ্ঠ প্রভাষক মিনা মোঃ ইকবাল কবীর, সাইফুল ইসলাম, নারদ কুমার বৈরাগী প্রমূখ। জ্যেষ্ঠ প্রভাষক সঞ্জীব বসুর সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সামিয়া আক্তার নিপা, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জাকিয়া সুলতানা, গীতা পাঠ করেন প্রতাপ মণ্ডল।