শার্শায় চাঁদাবাজির অভিযোগে আটক ১- মূল হোতারা ধারাছোঁয়ার বাহিরে!

যশোরের শার্শার বেলতলা আম বাজারে ট্র‍্যাকে চাঁদাবাজির অভিযোগে নাঈম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) রাত ৯ টার সময় তাকে আটক হয়।

আটক নাঈম হোসেন, কলারোয়া উপজেলার গোয়ালচাতর গ্রামে মোঃ সাইফুল ইসলামের ছেলে। তার কাছ থেকে চাঁদা আদয় করার বিভিন্ন রশিদ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, মটর শ্রমিক ইউনিয়নের নামে বিগত ৩ বছর যাবত চাঁদা আদায় করছে নাঈম সহ বেশ কয়েক জন কতিপয় ব‍্যাক্তি। তাদের মধ্যে অন্যতম মোঃ মনিরুল ইসলাম, ও আমির হোসেন। যারা রয়েছে কখনো ধরাছোঁয়ার বাহিরে।

এদিকে চাঁদা আদায় কারিগরদের মধ্যে একজন আটকের খবর ছড়িয়ে পড়লে, স্থানীয় আড়ৎদার সহ ট্র‍্যাক ড্রাইভাররা কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা জোর দাবি জানিয়েছেন মূল হোতাদের আইনের আওতায় আনা হোক।

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এবিষয়ে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান জানান, আম বাজারে চাঁদাবাজির সাথে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবেনা। অন্য যাদের নাম আসছে তাদেরকেও আটক করা হবে।