যশোরে পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের হাতে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার-২

কোতয়ালি থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ইয়াবা এবং গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় আলাদা মাদক আইনে মামলা হয়েছে। এ সময় দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে,যশোর শহরের খড়কী কলাবাগান পাড়ার মৃত নূর ইসলামের ছেলে সোহেল রানা,সদর উপজেলার গাইদগাছী মোল্লপাড়া,বসুন্দিয়া এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে মনির হোাসেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেল সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার ১ জুন দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ওই সার্কেলের কর্মকর্তা ও সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার বসুন্দিয়া গাইদগাছী মোল্লা পাড়াস্থ মনির হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় মনির হাসান পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার দখল হতে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে,কোতয়ালি থানার এক এসআই জানান, বৃহস্পতিবার ১ জুন রাত ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের রেলবাজার বুনোপাড়া পাখিপট্টি রোডস্থ আব্দুল হাইয়ের বাড়ির সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা বিক্রয়ের উদ্দেশ্য ২০পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার ও শুক্রবার আদালতে সোপর্দ করেছে।