টেস্ট মর্যাদা পাওয়ার পাঁচ বছরে মাত্র ছয়টি টেস্ট খেলেছে আফগানিস্তান। টেস্ট মর্যাদাও পেয়েছে ‘আংশিক’। কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পায়নি তারা। যে কারণে পর্যাপ্ত টেস্ট খেলার সুযোগ আফগানরা পান না।
ইব্রাহিম জাদরান-হাসমতুল্লাহদের ইংলিশ কোচ জোনাথন ট্রট জানিয়েছেন, কম টেস্ট খেলার কারণে বাংলাদেশের চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে আফগানিস্তান। এছাড়া বুধবার শুরু হওয়া একমাত্র টেস্টে বাংলাদেশ ঘরের মাঠে খেলায় কিছুটা সুবিধা বেশি পাবে।
সাবেক ইংলিশ ওপেনার ট্রট বলেছেন, ‘ঘরের মাঠে খেলা দল কিছুটা সুবিধা পেয়ে থাকে। এছাড়া লম্বা সময় ধরে টেস্ট খেলা দলও কিছুটা সুবিধা আদায় করে নেয়। এর মানে এই নয় যে, বাংলাদেশ আগামীকাল আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলবে। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশে টেস্ট খেলতে ক্রিকেটাররা মুখিয়ে আছে।’
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতেছে আফগানিস্তান। তবে আফগান কোচের মতে, অতীতে কী ঘটেছে, কারা ফেবারিট, হোমে কারা খেলছে এগুলো আর গুরুত্বপূর্ণ নয়। আগামীকাল শুরু হওয়া ম্যাচে তারা ভালো খেলতে চান এটাই গুরুত্বপূর্ণ। ট্রট জানিয়েছেন, তার শিষ্যরা টেস্টের জন্য প্রস্তুত।
টেস্ট জাতি হিসেবে গড়ে ওঠা আফগানদের আকাঙ্ক্ষা বলেও মন্তব্য করেছেন ট্রট, ‘টেস্ট ক্রিকেট খেলা, টেস্ট জাতি হওয়া এগুলো আফগানিস্তানের আকাঙ্ক্ষা। তার চেয়ে গুরুত্বপূর্ণ মাঠে নামা প্রতিটি ম্যাচ জেতার জন্য খেলা। বাংলাদেশ সম্প্রতি বেশ কিছু টেস্ট খেলেছে। আমরা অনেকদিন টেস্ট খেলিনি। আমাদের লক্ষ্য আপাতত সাদা বলের মতো টেস্টেও প্রতিযোগিতাপূর্ণ দল হওয়া।’