ফাইল ছবি
আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, নির্বাচন নিয়ে যারা ভুল ধারণার মধ্যে আছে সেটা অচিরেই কেটে যাবে। তবে কে ভোটে আসল, কে আসল না তা দেখার বিষয় নয়। সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে নির্বাচন কমিশন। এই সংস্থাকে সহায়তায় যা যা করা প্রয়োজন তার সবই করার উদ্যোগ নিয়েছে সরকার।
শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়ায় দেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশ এগিয়ে চলছে। এই এগিয়ে চলার সঙ্গে বিনোদনেরও প্রয়োজন আছে। সরকার এ ধরনের প্রতিষ্ঠান তৈরি করে না, তবে উদ্যোক্তাদের পরিবেশ সৃষ্টি করে দেয়।
মানা বে’র ব্যবস্থাপনা পরিচালক ওভাইস আকবানির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক আবু জাফর রিপন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান প্রমুখ।
পার্ক কর্তৃপক্ষ জানায়, ৬০ হাজার স্কয়ার মিটার বিস্তৃত মানা বেতে সব বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় নানা আয়োজন থাকছে। এর মধ্যে তিনটি ওয়াটার স্লাইড ট্যুর, একটি ওয়েভ পুল, ফ্লোরাইডার ডাবল, শিশুদের জন্য আলাদা জোন ও একটি কৃত্রিম নদী আছে।