‘মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরত পাঠাতে আলোচনা চলছে’

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত আছে। মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে। এখনও পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তারা নিজের দেশে ফিরে যেতে চান। বিজিপির সদস্যদের ফেরত পাঠাতে দেশটির সঙ্গে আলোচনা চলছে।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক, জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। বাইডেনের চিঠির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আর কোনো প্রশ্ন নেই।

তিনি বলেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে কোনো অস্বস্তি নেই। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।