চৌগাছায় শিশু সুরক্ষায় জনপ্রতিনিধি সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

যশোরের চৌগাছায় শিশু সুরক্ষার লক্ষে জনপ্রতিনিধি সামাজিক নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চৌগাছা ইউনিয়ন পরিষদের হল রুমে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট -এসিডি উক্ত কর্মসূচি অংশ হিসেবে ডাচ মিনিষ্ট অব ফরেন অ্যাফেয়ার্স,নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গ্যর্ল এর সহযোগিতায় সুফাসেক – ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ (স্টেপিং আপ দ্যা ফাইট।

অ্যাগেইনস্ট সেক্রুয়াল এক্সপ্লয়টেশন অফ চিলড্রেন) প্রকল্পের আওতায় শিশু সুরক্ষা বিষয়ক, শিশুদের যৌন শোষণ দূর করা, কিশোর অপরাধ, মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধের জন্য কি করণী নির্ধারণের সুনির্দিষ্ট পদে পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এক আলোচনা

সভায় চৌগাছা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেমের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইনিয়ন সচিব বিজয় কুমার সরকার, প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দিন, এছাড়া উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট – এসিডির প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম (রফিক)ইউপি সদস্য মহব্বত আলী, শান্ত ইসলাম,ইউনুজ আলী,মিজানুর রহমান,মহিলা ইউপি সদস্য মুসলিমা খাতুন, রোজিনা খাতুন, সীমা খাতুন সহ মুর্শিদের ইমাম ও মন্দিরের পুরোহিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।