অনেকেই মনে করেন তৎকালীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দিয়েছিলেন।
এ ব্যাপারে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী একাধিকবার বলেছেন, আমি কোহলিকে নেতৃত্ব থেকে সরাইনি।
বেসরকারি একটি টিভি চ্যানেলের একটি কুইজ শো সঞ্চালনা করেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সেই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে সরাইনি। বহুবার এটা বলেছি। সে টি-টোয়েন্টি ক্রিকেটে দলকে নেতৃত্ব দিতে রাজি ছিল না। তাই ও নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেয়।’
সৌরভ আরও বলেন, ‘আমি বলেছিলাম তাহলে সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দিতে। ভারতের সাদা আর লাল বলের ক্রিকেটে আলাদা অধিনায়ক করার কথা বলেছিলাম আমি।’
২০২১ সালের বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন বিরাট কোহলি। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজে কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর এক মাস পর টেস্ট দলের নেতৃত্বও ছেড়ে দেন কোহলি।