সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপণ প্রত্যাহারের দাবিতে রোববার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী সমিতির মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, যবিপ্রবি কর্মচারী সমিতির সভাপতি শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান নির্বাহী সদস্য, তরিকুল ইসলাম সহ, আরিফুল ইসলাম শাহিন, আরশাদ আলী, মোস্তাফিজুর রহমান।
দপ্তর সম্পাদক তিতাস মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বৈষম্য মূলক সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন অতিদ্রুত বাতিলের, ইউজিসি কর্তৃক প্রণিতব্য প্রহসনের অভিন্ন নীতিমালা প্রতিহত এবং আগামী বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।