ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর প্রতিযোগিতায় দেশের গানে দ্বিতীয় স্থান অধিকার করেছে যশোরের মেয়ে সালভিয়া আফরোজ জয়ী। এর আগে সে দেশের গান ও ও লোকসংগীতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যাযায়ে প্রথম স্থান অধিকার করে। জাতীয় প্রতিযোগিতায় দেশাত্মবোধক গানে বিচারকের দায়িত্বে ছিলেন সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, একুশে পদকপ্রাপ্ত প্লেব্যাক শিল্পী খুরশীদ আলম এবং খ্যাতিমান নজরুল সংগীত শিল্পী রেবেকা সুলতানা ।
জয়ী যশোরের বারান্দীপাড়ার বাসিন্দা ব্যবসায়ী আলমগীর হোসেন লিটন ও লায়লা পারভীনের মেয়ে। সে বর্তমানে যশোর সরকারি এমএম কলেজে একাদশ শ্রেণির ছাত্রী। এর আগে গত বছর সব বিষয়ে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাশ করে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে থেকে।
এ অর্জনের জন্য জয়ী ও তার মা লায়লা পারভীন সংগীত গুরু অর্ধেন্দু প্রসাদ ব্যার্নাজী, ভবেন্দ্রনাথ বিশ্বাস, স্পন্দন যশোরের সম্পাদক শরিফুল ইসলাম, স্বরোজিৎ মন্ডলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়া জয়ীর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তারসহ সকল শিক্ষকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে জয়ী।
আরো কৃতজ্ঞতা প্রকাশ করেছে শেখ হাসান ইমাম পলাশ ও অমিতাভ রাজের প্রতি। তারা তার গানে তবলা বাজিয়ে পূর্ণ সহযোগিতা করেছেন।