দাসখত লিখে দিয়ে সরকার ক্ষমতায় আছে: মির্জা আব্বাস

সরকার দাসখত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেছেন, কয়েকদিন আগে (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।

আমরা বলতে চাই, বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না। বরং আপনারা দাসখত (দাসত্ব স্বীকার করে লিখিত) দিয়ে ক্ষমতায় টিকে আছেন।
সোমবার (১ জুলাই) বিকেলে গাজীপুর জেলা শহরের রথখোলা এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন মন্তব্য করে তিনি বলেন, জিয়াউর রহমান বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন। খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র দিয়েছেন।

মির্জা আব্বাস বলেন, দেশটা খুব খারাপ অবস্থায় আছে। দেশনেত্রী খালেদা জিয়া যেমন অসুস্থ তেমনি সারা বাংলাদেশ আজ অ