যশোরে পুলিশি হামলা, লাঠিচার্জ ও আটকের প্রতিবাদ ও নিন্দা বাম গণতান্ত্রিক জোট যশোরের

jessore map

কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতা হত্যার বিচার, আটকৃত ছাত্র জনতার মুক্তি, গণ গ্রেফতার বন্ধ ও পুলিশি নির্যাতন বন্ধের দাবিতে ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে আজ ৩১জুলাই যশোরে পুলিশি হামলা, লাঠিচার্জ ও আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বাম গণতান্ত্রিক জোট যশোর এক বিবৃতি দেয়। বিবৃতিতে জোট নেতৃবৃন্দ বলেন হত্যা, নির্যাতন, আটক করে ছাত্র জনতার দাবি অগ্রাহ্য করা যাবে না। নির্যাতন, নিপিড়নের পথ পরিহার করে গণহত্যার দায় নিয়ে পদত্যাগ করুন। আটককৃতদের মুক্তি দেন। হত্যাকারীদের সনাক্ত করে বিচার করুন।

বিবৃতি দেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক কমরেড জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা আহ্বায়ক কমরেড শাহজান আলী প্রমুখ।

সংবাদপত্রে অনুরুপ এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান।