১১ দফা দাবী আদায়ে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

অবৈধ নিয়োগ, কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদসহ ১১ দফা দাবী আদায়ে কর্মবিরতি পালন করছে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে কর্মবিরতি দিয়ে হাসপাতালের গেটের সামনে অবস্থায় নেয় তারা। হাসপাতালের সভাপতি জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও সদ্য পদোন্নতি পাওয়া সহকারী পরিচালক মিলন হোসেনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ৩৮ জন কর্মচারী নিয়োগ ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করেন তারা। কর্মবিরতি চলাকালে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন। তারা দ্রুত এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে দুর্নীতিবাজদের বাধ্যতামুলক অবসরের দাবী জানান।

এদিকে কর্মবিরতি পালন করায় ভোগান্তিতে পড়েছে জেলার বিভিন্ন উপজেলা থেকে সেবা নিতে আসা শত শত রোগী। সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে তাদের।