তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহীন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জালাল উদ্দীন।

এ সময় তিনি বলেন, দেশে শিক্ষিতের হার বাড়ছে। সে অনুপাতে নৈতিক মানুষ তৈরি হচ্ছে না। সমাজে মানবিক মানুষের শূন্যতা পূরণে করতে পারবে তানযীমুল উম্মাহ ইনশাআল্লাহ।

অভিভাবকদের শিক্ষিত হতে হবে তা নয়। সন্তানের সফলতার জন্য সচেতন অভিভাবক খুব দরকার।

তিনি বলেন, শুধু কুরআন হিফয করলে হবে না। হিফয ধরে রাখতে হবে এবং কুরআনের অর্থ বুঝে সে অনুযায়ী জীবন গড়তে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর আমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন, যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, হুফজুল ফাউন্ডেশন বাংলাদেশের খুলনা জোনের সেক্রেটারি মীর মোহর আলী, অ্যাডভোকেট গাজী এনামুল হক, অ্যাডভোকেট রোকনুজ্জামান, জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম প্রমুখ। তানজিমুল উম্মাহ হিফয মাদ্রাসা যশোর শাখার এসিস্ট্যান্ট কো অর্ডিনেটর মাহমুদুল হাসান ।

অনুষ্ঠানে সাংস্কৃতিক, ক্রিড়া, জেনারেল ও হিফজ এ চার ক্যাটাগরিতে ১১১ জনকে পুরস্কার দেয়া হয়। এছাড়াও শুভেচ্ছা পুরস্কার দেয়া হয় ৮৫০ জন শিক্ষার্থীকে।