যশোর শহরের লাল দিঘীর পশ্চিম পাড় যশোর জেলা জাতীয়বাদী দল (বিএনপি) অফিসে হামলা চালিয়ে ভাংচুর অগ্নি সংযোগ ও লুটপাটের জড়িত এজাহার নামীয় আসামী রাসেলকে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করেছে। বুধবার রাতে শহরের জেলরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সে যশোর সদর উপজেলার বাহাদুরপুর বাঁশতলা বর্তমানে শহরের শহরের ঘোপ জেল বাইলেন পিলুখান সড়ক বুড়ির বাগান জনৈক আকবরের বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীরের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা তারেক মোহাম্মদ নাহিয়ান বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করেন।
রাসেল গত ৪ আগষ্ট বিকেল ৫ টার পর শহরের লাল দিঘীর পশ্চিম পাশ জেলা বিএনপি অফিস ভাংচুর,লুটপাট অগ্নি সংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে জীবন নাশের চেষ্টাসহ সম্পত্তি বিনষ্ট কওে দন্ডনীয় অপরাধ করেছে বলে তাকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়।#