ঝিনাইদহ শহর থেকে দিনেদুপুরে ইজিবাইক চুরি

ঝিনাইদহ শহর থেকে দিনেদুপুরে ইজিবাইক চুরি হয়েছে। শুক্রবার শহরের ধোপাঘাটা গোবিন্দপুর এলাকা থেকে মতিয়ার রহমান এর লাল রঙের একটি ইজিবাইক চুরি সংঘটিত হয়। জানাযায়, মতিয়ার রহমান প্রতিদিনের ন্যায় বাড়ির সামনে রেখে জুম্মার নামাজ আদায় করতে যায়। নামাজ আদায় শেষে বাড়িতে ফিরে এসে দেখে তার ইজিবাইক সেখানে নাই।

তার ঝিনাইদহ পৌরসভার ইজিবাইক লাইসেন্স নাম্বার-২৯। তার ইজিবাইক ছিলো একমাত্র উপার্জনের মাধ্যম।

ইজিবাইকটি হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছে। তবে এখনো থানায় অভিযোগ দেয়নি। বাইকটি খোঁজা খুজি চলছে। তবে না পেলে শনিবার একটি সাধারণ ডায়েরি করবে বলে জানাযায়।