ভারতের জাতির পিতা মহাত্নাগান্ধির জন্মদিন হিসাবে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশ এর মধ্যে আমদানি রফতনি বানিজ্য বন্ধ রয়েছে। আজ বুধবার (২/১০/২৪) তারিখ সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বেড়েছে পণ্যবাহী ট্রাকজট। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
পেট্রাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী ও বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সম্পাদক সাজেদুর রহমান জানান, বুধবার ভারতে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলে সরকারি ছুটি থাকায় পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমস খোলা রয়েছে। ফলে বেনাপোল বন্দরে পণ্য খালাস ও লোড-আনলোডসহ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ হোসেন বলেন, আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকলে ও দুই দেশের পাসপোর্ট যাত্রীদের গমনাগমন স্বাভাবিক রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বন্দরের কর্মকর্তারা।