ঝিনাইদহের কালীগঞ্জে একটি মুরগীর বেচাকেনার দোকান দখল করে নিয়েছে বিএনপি’র সমর্থকরা। রোববার সন্ধ্যায় কালীগঞ্জ নতুন বাজারের মুরগী ব্যবসায়ী কামরুজ্জামান রনোর ব্যবসা প্রতিষ্ঠানটি জোর করে দখল করে নেন বিল্লাল হোসেন ও মামুন হোসেন নামের ওই দুই বিএনপি সমর্থক। দখলের সময় মুরগী ব্যবসায়ী কামরুজ্জামান রনোকে দোকান থেকে বের করে দিয়ে মামুনকে বসিয়ে দেয়। বিল্লাল ও মামুন স্থানীয় বিএনপি’র একাংশের নেতৃত্ব দেওয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের অনুসারী বলে জানিয়েছে স্থানীয়রা। ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপি নামধারী বিল্লাল ও মামুন নানা অপকর্মের সাথে জড়িয়েছে বলেও অভিযোগ রয়েছে।
মুরগী ব্যবসায়ী রনো জানান, আমি প্রায় ৩০ বছর ধরে এখানে মুরগী ও ছাগলের মাংসের ব্যবসা করছি। জেলা পরিষদ থেকে নিয়ম অনুযায়ি বরাদ্দ নেওয়া। নিয়মিত ভাড়া পরিশোধ করি। আমি সক্রিয়ভাবে কোন দলের সাথে জড়িত নয়। রোববার সন্ধ্যায় হঠাৎ বিল্লাল ও মামুন এসে আমার প্রতিষ্ঠানের একটি মুরগীর খাচা বের করে দেয়। এরপর অপর একটি খাচা তুলে দিয়ে মামুন দোকানে উঠে দখল নেয়। এরপর তারা বলে এখন থেকে এই দোকানের মালিক মামুন। মামুন আড়পাড়া এলাকার আলাউদ্দীনের ছেলে।
স্থানীয় বিএনপির বর্ষিয়ান নেতা সাবেক পৌর কাউন্সিলর মোশারফ হোসেন জানান, আমরা ফিরোজের সাথে রাজনীতি করি। আমাদের আজও মিটিং হয়েছে যে কোন ধরনের চাঁদাবাজি ও দখল বানিজ্য বন্ধ করতে হবে। বিল্লাল এবং মামুন আমাদের সাথেই দল করে। কিন্তু তারা যেটা করেছে, সেটা হটকারীতা। আমরা এর বিপক্ষে, আমরা এটা চাই না।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, এ ব্যপারে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।