সমাজ জাগরণে গণমত- সজাগ এর সাধারণ সম্পাদক, গুণী চিত্রকর ও গণমাধ্যম কর্মী হারুন হাফিজ এবং নিপা মোনালিসা দম্পতির কন্যা মাহিমা সুলতানা রুলীন এইচএসসি পরীক্ষায় A গ্রেড পেয়েছে।
সে চলতি বছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে হামিদপুর আলহেরা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে। মাহিমা সকলের কাছে দুআ চেয়েছেন।
এদিকে সজাগের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।