ভারতের অস্বীকৃতিতে পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ইভেন্ট স্থগিত আইসিসির

আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে ৮ দলের অংশগ্রহণে হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফির আসর। যা সামনে রেখে আগামীকাল সোমবার লাহোরে একটি ইভেন্ট হওয়ার কথা ছিল আইসিসির। যেখানে টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করা হবে এমন ধারণা করা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে এসে এই ইভেন্টটি স্থগিত করে দিয়েছে আইসিসি।

দেশটির সংবাদ মাধ্যমেও দেওয়া তথ্য অনুযায়ী, পাকিস্তানের মাটিতে ভারতের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যে কারণেই শেষ মুহূর্তে এসে ইভেন্টটি স্থগিত করেছে আইসিসি। যা এই টুর্নামেন্টের সময়সূচিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

এ বিষয়ে আইসিসির একজন কর্মকর্তা মন্তব্য করেছেন, ‘সূচি নিশ্চিত করা হয়নি, চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচী নিয়ে আমরা এখনও আয়োজক এবং অংশগ্রহণকারী দেশগুলির সাথে আলোচনা করছি। একবার নিশ্চিত হলে আমরা আমাদের স্বাভাবিক চ্যানেলের মাধ্যমে তা ঘোষণা করব।’ ভারত পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানিয়েছে কিনা জানতে চাইলে তার উত্তর দেননি ওই কর্মকর্তা।

সোমবার লাহোরে এই ইভেন্টটি হওয়ার কথা ছিল টুর্নামেন্টের ১০০ দিন কাউন্টডাউন শুরুর করার জন্য। যাতে করে ট্রফি ট্যুর এবং টুর্নামেন্টের ব্র্যান্ডিং করতে পারে আইসিসি ও আয়োজক দেশ। তবে শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয় ইভেন্টটি।

এই অবস্থায় প্রশ্ন উঠেছে তাহলে কখন ফের এই ইভেন্টটি হতে পারে। যা নিয়ে ওই কর্মকর্তা জানিয়েছে, ‘ইভেন্টি শুধুমাত্র একটি ট্রফি ট্যুর ফ্ল্যাগ অফ এবং টুর্নামেন্ট/ব্র্যান্ডিং লঞ্চ ছিল। এই ইভেন্ট নিয়ে এখনও কাজ চলছে — পরে আবার শিডিউল করা হবে কারণ লাহোরের বাইরের কার্যক্রম এখনই কঠিন।’

এদিকে পিসিবির দাবি, আইসিসি এমন কোনো ইভেন্টের দিনক্ষণই ঠিক করেনি। কাজেই সিডিউল স্থগিত করার তথ্যটি সত্য নয়।

এদিকে কদিন আগে পিসিবি প্রধান মহসিন নকভি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের অংশগ্রহণ ও হাইব্রিড মডেল নিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আমাদের স্পষ্ট অবস্থান (ভারতীয় ক্রিকেট বোর্ডের) কোনো সমস্যা থাকলে অবশ্যই লিখিতভাবে আমাদের জানাতে হবে। আজ পর্যন্ত, আমরা কোনো হাইব্রিড মডেলের বিষয়ে কথা বলিনি। এখন পর্যন্ত, এই ধরনের কোনো চিঠি আমার কাছে বা পিসিবি পৌঁছেনি।’