যশোরে জামায়াত নেতা আমিনুল ইসলাম সজল হত্যা ও বিচারের দাবিতে খোলাডাঙ্গা গাজীরবাজার কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি চলে এ মানববন্ধন।
মানববন্ধনে যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ও নিহত আমিনুল ইসলাম সজলের বড় ভাই আজহারুল ইসলাম স্বপনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, ভিকটিমের স্ত্রী আয়েশা খাতুন, নিহতের ছোট ভাই আরিফুল ইসলাম সুজন, নিহতের চাচাতো ভাই গোলাম আজম রুবেল, গাজীর বাজার কমিটির সহ সভাপতি আবুল কালাম ও গাজীর বাজার কমিটির কোষাধ্যক্ষ বজলুর রহমানসহ এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত নিহতের পরিবারসহ এলাকাবাসী স্থানীয় কিছু সন্ত্রাসীর টিটো, স্মরন, কামরুল ও লাবিবের ছবি সম্বলিত লিফলেট প্লেকার্ড প্রদর্শন করে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। এছাড়াও যেসকল আসামী এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি তাদেরকে অবিলম্বে গ্রেফতার পূর্বক বিচারের দাবি জানান।