বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতির যশোর জেলা শাখার ফের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে যথাক্রমে সাদেক আলম ও হাবিবুর রহমান। গত শনিবার সমিতির এইচএমএম রোডের কার্যালয়ে দ্বিবার্ষিক নির্বাচনে তারা জয়ী হন।
এছাড়া সহসভাপতি হয়েছেন, ফারুক হোসেন ও এমএ লুৎফর রহমান। সাংগঠনিক সম্পাদক কবির উদ্দীন শিমুল, কোষাধক্ষ হাবিবুর রহমান রিপন নির্বাচনে জয়ী হয়েছে। এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম, আরিফ হাসান রনি, জাহিদ হোসেন, আক্তারুজ্জামান এবং রফিকুল ইসলাম।
শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৬ জন সদস্যের মধ্যে ৩১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন আমজাদ হোসেন কচি এবং মোয়াজ্জেম হোসেন তালুকদার লাভলু।