বৃষ্টি আইনে জিতে ফাইনালে রংপুর

স্টিভেন টেলর, সৌম্য সরকার, সাইফ হাসানরা করলেন ঝড়ো ব্যাটিং। বৃষ্টির বাধায় ছোট হয়ে আসা ম্যাচে রংপুর রাইডার্স পেল ভালো সংগ্রহ।

এরপর বল হাতে দুর্দান্ত করলেন মেহেদী হাসান। প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় যাওয়া রংপুর উঠে গেছে ফাইনালে।
গায়ানায় গ্লোবাল সুপার লিগের ম্যাচে বৃষ্টি আইনে লাহোর কালান্দার্সকে ২৩ রানে হারিয়েছে রংপুর। শুরুতে ব্যাট করে ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রান করে রংপুর। ৯ ওভারে নেমে আসা ম্যাচে লাহোরের লক্ষ্য ছিল ১১১ রান। ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি তারা।