যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় মালামাল উদ্ধার

যশোর বেনাপোল সীমান্তের বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ও ভারতীয় পণ্য উদ্ধার করেছে যশোর বিজিবি। যার আনুমানিক মূল্য হবে প্রায় ৮ লাখ টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে বিজিবি জানিয়েছে। বেনাপোল বিজিবির আইসিপি,পাঁচপীরতলা বিওপ’র সীমান্ত এলাকায় ৪৯,যশোর ব্যাটালিয়নের (বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদক ও ভারতীয় মালামাল উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে গণমাধ্যমকে জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল বিওপি’র বিশেষ অভিযানে বেনাপোল সীমান্তের কাস্টমস্ হাউজ সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫০ হাজার ২শ’ টাকা মূল্যর ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

বেনাপোল আইসিপি’র বিশেষ অভ্যন্তরে আন্তজার্তিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত থেকে আশা পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে আনয়নকৃত ৩ লাখ ২ হাজার দুশ’ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পোশাক এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।

বেনাপোল বিওপি’র নামাজ গ্রামের রাস্তার পাশ থেকে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পোশাক ও কসমেটিকস সামগ্রী,পুথি এবং হোমিও ঔষধ আটক করে। পাঁচপীরতলা বিওপি’র কুলিয়ার ঈদগাহ এর পাশ থেকে মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার ৮শ’ টাকা মূল্যের ভারতীয় ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। চোরাকারবারীরা মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।