যশোরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যে যশোরে মাদক বিরোধী প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে শহরতলী তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এই টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন। স্থানীয় তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালবাড়িয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিয়া হায়দার, সহকারী অধ্যপক ইবাদত খান, তালবাড়িয়া হোসাইনিয়া মাদরাসার সুপার মাওলানা ইসতিয়াক আহমেদ, তালবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক ওসমান গনি প্রমুখ।

খেলায় ‘গুড মর্নিং এফসি ক্লাব বনাম ‘তালবাড়িয়া যুবসংঘ ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। টুর্ণামেন্টে ১-০ গোলে তালবাড়িয়া যুবসংঘ ফুটবল একাদশ জয় পায়।

খেলা শেষে মাদকবিরোধী শপথ পাঠ করান তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভিন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।