পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা: টিএস আইয়ূব

jessore map

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, বিগত ১৭ বছরে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। কৃষকের মুখে হাসি ছিল না। গত ১৭ বছরে আটবার সারের দাম বাড়ানো হয়েছিল। বিশেষ করে ইউরিয়া সারের চারগুণ মূল্যবৃদ্ধি এবং বিগত সরকারের ভ্রান্তনীতির কারণে কৃষিপেশা এখন অলাভজনক পেশায় পরিণত হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কৃষকের মুখে হাসি ফুটবে।
শনিবার যশোরের বাঘারপাড়ার দোহাকুলা ও ধলগ্রাম ইউনিয়নের কৃষকের মাঠে কৃষক দল আয়োজিত পৃথক দুটি কৃষক সমাবেশে তিনি একথা বলেন।
কৃষক দলের স্থানীয় সভাপতি মুরাদ হোসেন মেম্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাঘারপাড়া থানা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান, আবু তাহের সিদ্দকী, কেন্দ্রীয় কৃষক দলের নেতা অ্যাডভোকে