যশোরের কোতয়ালী মডেল থানাধীন ৮নং দেয়াড়া ইউনিয়নে বেশ কয়েকজন মাদক কারবারিরা অবাধে মাদকদ্রব্য গাঁজা ইয়াবা বেচাকেনা করছে। এতে করে ঐ এলাকার পরিবেশ ও যুবসমাজ নষ্ট হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতার অভাবে দিনের পর দিন মাদক কারবারীরা তাদের এই অবৈধ মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। হাতের কাছে মাদকদ্রব্য পাওয়াতে ছোট বড় এমনকি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও ভয়ানক এসব মাদকে আসক্ত হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, কোতয়ালী মডেল থানাধীন দেয়াড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডুমদিয়া মহাজের পাড়া গ্রামের (১) বাচ্ছু রহমান, (২) মন্টু হোসেন, (৩) ইসমাইল হোসেন, (৪) কাদের আলী, (৫) খায়ের আলী দীর্ঘদিন ধরে অবৈধ মাদকের ব্যবসা করে আসছে। এছাড়াও তাদের একটি বড় সেন্টিকেট রয়েছে। ওই সেন্টিকেট এলাকার কিছু পাতিনেতা ও প্রশাসনকে ম্যানেজ করেন। যে কারণে এলাকার কেউ ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়’না।
প্রাধান অভিযুক্ত মাদক কারবারী বাচ্চু রহমানের কাছে মোবাইল ফোনে মাদক বেচাকেনার বিষয়ে জানতে চাইলে প্রথমে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন, তবে তিনি নিয়মিত মাদক সেবন করেন একথা প্রতিবেদকের কাছে স্বীকার করেন।
এবিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খোঁজ নিয়ে মাদকদ্রব্য বেচাকেনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।