যশোরে রামনগর বিহারী ক্যাম্প এলাকায় জমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগে থানা মামলা করা হয়েছে। গত শনিবার (১১ জানুয়ারি) কোতয়ালী থানায় এ মামলা করেন ভুক্তভোগী তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম মামলায় বলেন,সদর উপজেলার রামনগর মৌজা নং-৮৪, খতিয়ান নং-৮০৯. ডিপি খতিয়ান নং-৬৯৬, দাগ নং-১০৭২, ১০৭৩, হাল দাগ নং-৩৩২৫, জমির পরিমান ১৪ শতক। এ জমির কবলা দলিল নং-৭১০৭, তাং-১৫/০৬/২০০২ ইং মূলে ক্রয় করে ভোগ দখলে আছি। কিন্তু গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রামনগর বিহারী ক্যাম্প এলাকাল মৃত সুলতান বিহারীর ছেলে রওশন আলী, শাহীন ও সাইদসহ ৫/৬জন মিস্ত্রী-লেবার দিয়ে পাঁকা স্থাপনা (চৌবাচ্চা) নির্মাণ করেছে। এসময় রওশন আলী, শাহীন ও সাইদকে বাঁধা ও নিষেধ করা হলে তারা আমাকে মারপিট ও খুন করতে চাই।
তারা দেশীয় অস্ত্র-সস্ত্র প্রদর্শন করে এবং ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে। তারা যে কোন সময় বড় ধরণে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটাতে পারে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে প্রথমে স্থানীয় গণ্যমান্য লোকজনের সাথে কথা বলি। তাতেও কোন লাভ হয়নি। বরং রওশন আলী, শাহীন ও সাইদ জমি দখল নিতে মুরিয়া হয়ে ওঠে। বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিচ্ছেন তারা।
ঘটনার সাক্ষী শেখ শরীফ বাবলু ও সাজিদ বলেন,তাদের তিন ভাইসহ আর ৫/৬জন জমি দখল করে পার্কা চৌবাচ্চা নির্মাণ করে। রাতে মিস্ত্রী নিয়ে যেয়ে এ কাজ করেন তারা। জানতে শাহীন ও সাইদকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
যশোর কোতোয়ালী থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, জমি দখলের বিষয় নিয়ে তদন্ত চলছে। জড়িতদের আইনে আওতায় নিয়ে আসা হবে।’