সাংবাদিক আবিদুর রেজা খানের মায়ের ইন্তেকাল

সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সহসভাপতি, অনলাইন জয় বাংলা নিউজের সম্পাদক ও প্রকাশক আবিদুর রেজা খানের মা রেহেনা খান বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। শুক্রবার (১৭ জানুয়ারি) জুম্মাবাদ যশোর হামিদপুর ঐতিহ্যবাহী শাহী মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাংবাদিক সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে রেহেনা খান ৪ পুত্র, ২ কন্যাসহ অসংখ্যক আত্মীয় স্বজন রেখে গেছেন।

স্বজনরা জানান,রেহেনা খানের স্বামী আইনজীবী খোদাদাদ খান যশোর জজ কোর্টের আইনজীবী ছিলেন। খোদাদাদ খান ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন। তার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে প্রথম মাফিজুর রহমান বাদশা হামিদপুর আলহেরা কলেজের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক, দ্বিতীয় আবিদুর রেজা খান, সাংবাদিক ও মাদরাসার শিক্ষক, তৃতীয় সর্দাদুর বাশার বেসরকারি চাকরি, চতুর্থ রেজাউনুল হাসান বেসরকারি চাকরি,পঞ্চম রুমিছা আখতার গৃহবধূ, ষষ্ঠ হেলেনা খাতুন গৃহবধূ।

আবিদুর রেজা খান জানান, তার মা কয়েকদিন আগে মস্তিষ্কে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়। সে সময় থেকে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়েছে। মায়ের আত্মার মাগফেরাত কামনার জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ সাংবাদিক নেতা আবিদুর রেজার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।