মাদক সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা একটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আবু তাহের (৫৩) নামে এক মাদকসেবীকে ৭দিনের কারাদন্ড ও জরিমান করেছে। আবু তাহের শহরতলীর খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের “ক” সার্কেলের সদস্যরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যার দিকে কদমতলার মোড় থেকে দেড়শ গ্রাম গঁাজা, একটি কোলকে এবং একটি কার্টারসহ আবু তাহেরকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তামান্না ফেরদৌসীর নেতৃত্বে গঠিক একটি মোবাইল কোর্ট তাকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২শ টাকা জরিমানা করেন।