যশোর সদর উপজেলার পুলেরহাট আদ্ দ্বীন সখিনা মেডিকেল হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বিকালে এক নারীর গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন কৌশলে টান দিয়ে ছিড়ে নেওয়ার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করেছে কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন।
এরা হচ্ছে, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া কলোনী শতদল স্কুলের পূর্ব পাশের্^ সালাম ওরফে গফফার শেখ এর ছেলে সোহেল ওরফে মুন্না শেখ ও সদর উপজেলার বাহাদুরপুর হাউজিং প্লটের আজিমের ছেলে হাসান। গত ১৭ মার্চ দিবাগত গভীর রাতে যশোর সদর উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে।
এরা গত ৩ জানুয়ারী বিকাল অনুমান ৫ টার সময় উক্ত মেডিকেল হাসপাতাল হাই স্কুল মহিলা প্যান্ডেলে এক নারী প্রবেশ করার সময় চোর বা চোরেরা ভিড়ের মধ্যে কৌশলে উক্ত নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোতয়ালি থানায় নিয়মিত মামলা হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত দু’জন জড়িত থাকতে পারে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সন্দেহ হয়।#