যশোর সাতক্ষীরা সড়কের শার্শা কুচেমোড়া এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরমুখি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় কমবেশি ১০ জন বাস যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে যশোর সাতক্ষীরা সড়কের শার্শার উপজেলার কুচেমোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি স্বীকার করেছেন যশোরের নাভারণ হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর রোকনুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা বরাতে ইন্সপেক্টর রোকনুজ্জামান বলেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি যশোরে যাচ্ছিল।এসময় কুচেমোড়া নামক স্থানে পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও ইজিবাইককে পাশকাটিয়ে সামনে উঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এ সময় বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়।এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: শুভেন্দু বিশ্বাস বলেন,আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দেড়ে দেওয়া হয়েছে।
আহতরা হচ্ছেন,শার্শার হাড়িখালি গ্রামের লিটন হোসেন(৩০) ও যদুনাথপুরের লিটন আহমেদ, যশোর সদরের রহিমা খাতুন(৪৫) ও ইউনুছ আলি (৫২) এবং বাগাচড়ার নাছরিন আক্তারকে(২৫) হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে এই চিকিৎসক জানান।
ইন্সপেক্টর রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার পর পরই বাসের চালক ও তার হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি নাভারণ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান ইন্সপেক্টর।