জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী গণসংযোগ ও দাওয়াতী পক্ষ উপলক্ষে যশোরে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ পাড়ার প্রাচ্যসংঘের ওবায়দুল বারি হলে পেশাজীবী থানা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি বেলাল হুসাইন।
তিনি তার বক্তব্যে বলেন, যখন থেকেই আমরা ইসলামী আন্দোলনের সাথে সম্প্রীক্ত হয়েছি তখন থেকেই দাওয়াতী কাজের সাথে পরিচিত হয়েছি। এবারের দাওয়াতী পক্ষ আমাদের জন্য বিশেষ গুরুত্বের। মহান আল্লাহ তার গায়েবি শক্তি দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে রক্ষা করেছেন।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের জন্য মহান আল্লাহ বর্তমানে উর্বর পরিবেশ তৈরী করে দিয়েছেন।
মানুষের মধ্যে জামায়াতে ইসলামী সম্পর্কে ইতিবাচক ধারণার জন্ম হয়েছে। সাধারণ মানুষ জামায়াতকে নিয়ে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনের স্বপ্ন দেখছে। এ জন্য ঘোষিত পনেরো দিনে প্রতিটি এলাকার সব মানুষের কাছে জামায়াতে ইসলামীর দাওয়াত পোঁছে দেয়ার মাধ্যমে গণমানুষের দলে জামায়াতকে পরিণত করার আহ্বান জানান। সভাপতিত্ব করেন থানা সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন থানা অফিস সেক্রেটারি মোঃ গাওসুল আযম, থানা তারবিয়াত সম্পাদক সৈয়দ শামসুল ইসলাম, টিম সদস্য মোঃ জাহাঙ্গীর কবির, মাস্টার জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন, ডাঃ শরিফুজ্জামান, মোঃ আব্দুল আজিজ, মোঃ ইকবাল হোসেন খান, মোঃ রেজাউল করিম, মোঃ খুরশিদুল আলম, মাওলানা আবুল কাশেম, মোঃ কামাল হোসেন, ডাঃ বাবলুর রহমান, হাসানুজ্জামান প্রমুখ।
সঞ্চালনা করেন থানা সেক্রেটারি জি এম আবু ফয়সাল। সমাবেশ থেকে আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত গণসংযোগ ও দাওয়াতী পক্ষের পরিকল্পনা পেশ করা হয়। এছাড়া ওয়ার্ড দায়িত্বশীলদের কাছ থেকে ফিলিস্তিনিদের জন্য অর্থ সহায়তা সংগ্রহ করা হয়।