প্রেম করে বিয়ে, জোর করে নয়—সংবাদ সম্মেলনে ডলির দাবি

“প্রেমের সম্পর্কে রবিউলের সঙ্গে বিয়ে, কেউ তুলে নেয়নি”সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন যশোর শহরের গুলশান মোড়ের মিম আক্তার ডলি।
 বুধবার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান,৪ বছর ধরে রবিউলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এবং উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে হয়।
 বিয়ের পর থেকে রবিউল যোগাযোগ বন্ধ করে দেন এবং স্থানীয় এক বিএনপি নেত্রীর প্রভাবে নির্যাতনের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন ডলি।