যশোর জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত 

সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই এই স্লোগানে যশোর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শনিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
সম্মেলনর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদদের সদস্য মো. মোবারক হোসেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারী অধ্যাপক এ বি এম ফজলুল করীম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল।
সম্মেলনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল হাসিম রেজা।