ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে ইসরাইলি পণ্য বয়কট সহ ফিলিস্তিনের মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর যুবসমাজের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকল মুসলমানদের উদ্দেশ্যে সাবেক মহারাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাজেদুর ইসলাম মাজু বলেন, দখলদার ইসরাইল নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে। বিশ্ব বিবেক আজ স্তব্ধ। বিশ্ব মুসলমান নেতৃত্ব কোনো ভূমিকা রাখছে না।
ইসরাইলকে রুখতে প্রয়োজনে মার্কিন ও ইসরাইলের উৎপাদিত সকল পণ্য বয়কট করতে হবে। আরও বলেন, প্রতিবাদের ভাষা হবে সংযত।
সংঘাত সৃষ্টি করে প্রতিবাদ করার চেয়ে আমরা ইসরাইল ও মার্কিনী সকল পণ্য বয়কট করব। ইসরাইলের সন্ত্রাসী কর্মকান্ড রুখতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।