কেশবপুরে চারটি ক্লিনিকের ওটি ও প্যাথলজি বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা

যশোরের কেশবপুর উপজেলার চারটি ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) ও প্যাথলজি বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বন্ধ ঘোষিত ক্লিনিকগুলো হচ্ছে ।
কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার,মাইকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মাতৃমঙ্গল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
গত ১৭ এপ্রিল যশোর জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা উল্লিখিত চারটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি ক্লিনিকগুলোর অপারেশন থিয়েটার এবং প্যাথলজি বিভাগে বিভিন্ন ত্রুটি ও অনিয়ম লক্ষ্য করেন। তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেনকে এসব ক্লিনিকের ওটি ও প্যাথলজি বিভাগ সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেন।
সেই নির্দেশনার ভিত্তিতে রোববার ডা. আলমগীর হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে চারটি ক্লিনিকের অপারেশন থিয়েটার ও প্যাথলজি বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন।
তবে ক্লিনিকগুলোর বহির্বিভাগ চালু থাকবে এবং বহির্বিভাগের চিকিৎসকগণ আগত রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।