স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত থেকে যে ফেন্সিডিল আসে, সেগুলো ওরা খায় না। আমাদের যুবসমাজ ধ্বংস করার জন্য পাঠায়। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারলে আমরা আরও দ্রুত এগিয়ে যেতে পারবো। এ জন্য সরকারের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা একটা অরাজনৈতিক সরকার। এজন্য আমাদের সাথে কাজ করার সুবিধা কিন্তু অনেক বেশি। আমরা যতটা সম্ভব চেষ্টা করি কারও অনুরোধ না রাখার। একসময় পুলিশের সবচেয়ে বড় বাণিজ্য ছিল, ভর্তি বাণিজ্য, পদায়ন ও পোস্টিং বাণিজ্য। এগুলো বন্ধ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এখন এগুলো নিয়ন্ত্রণে আছে।
তিনি আরও বলেন, থানায় গেলে দেখা যায় ওসির রুম খুব সুন্দর আর থাকার মতো বসার মতো পরিষ্কার কোনো জায়গা নেই। এগুলো বন্ধ করতে হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রনওক জাহানসহ সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।