রিশাদের বাজে দিনে লাহোরের হার

আগের ম্যাচে ছয় নম্বরে নেমেছিলেন রিশাদ হোসেন। গতকাল আটে। সুযোগ পেলেও সফল হননি। লাহোর কালান্দার্সের বাজে দিনে বোলিংয়েও ব্যবধান গড়তে পারেননি টাইগার স্পিনার। রিশাদের বাজে দিনে পেশোয়ার জালমির বিপক্ষে পেরে ওঠেনি লাহোরও। দেখেছে বড় হার।

গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার রিশাদদের দল নাকানিচুবানি খেয়েছে। আলজারি জোসেফ-হুসেইন তালাতদের তোপের মুখে ১২৯ রানে থেমেছে লাহোরের ইনিংস। ছোট লক্ষ্য ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় পেশোয়ার। রানে ফিরেছেন বাবর আজম। হাঁকিয়েছেন দুর্দান্ত ফিফটি।

বাবরের দিনে রিশাদ কাটিয়েছেন হতাশায়। ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলার সুযোগ থাকলেও বাংলাদেশের তারকা থেমেছেন মিয়ম্রাণ হয়েই। ১৩ বল খেলে আনেন ১৩ রান। ছিল একটি করে চার-ছক্কা। ব্যাটিংয়ের পর বোলিংয়েও ছিলেন ছন্নছাড়া। দুই ওভার বল করে খরচ করেছেন ১৮ রান। পারেননি সুযোগও তৈরি করতে। তাতেই উইকেটশিকারির তালিকায় শীর্ষ থেকে নেমেছেন চার নম্বরে। ৪ ম্যাচে টাইগার স্পিনারের উইকেট সংখ্যা আগের মতোই, আটটি। ১২ উইকেট নিয়ে শীর্ষে জেসন হোল্ডার।

লাহোরের হয়ে আগের ম্যাচের মতো এদিনও হাল ধরেছিলেন সিকেন্দার রাজা। তার লড়াকু ফিফটিতে আসে ১২৯ রানের পুঁজি। তা ধো প টেকেনি। অফফর্ম নিয়ে সমালোচিত হওয়া বাবর ফিরেছেন রানে। ৪২ বলে খেলেছেন অপরাজিত ৫৬ রানের ইনিংস। বাকি কাজ হুসেইন তালাত সেরেছেন ঝোড়ো ফিফটিতে।

এই জয়ে পিএসএল টেবিলে চার নম্বরে উঠেছে বাবরের দল পেশোয়ার। ৫ ম্যাচে তাদের পয়েন্ট চার। সমান পয়েন্ট নিয়ে তিনে রিশাদদের লাহোর। শীর্ষে ১০ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেড। আগামীকাল রাত নয়টায় মুলতান সুলতানসের বিপক্ষে লড়বে লাহোর।