যশোর মণিহারে আওয়ামী লীগের মিছিল, ভাইরাল ভিডিও নিয়ে ধোঁয়াশা

গত রোববার রাতে যশোর শহরের মণিহার এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি মিছিল হয়েছে বলে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বেশ কিছু লোক ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন এবং মিছিল করছেন। তবে স্থানীয় সূত্রে এই ধরনের কোনো মিছিলের সত্যতা পাওয়া যায়নি।

 

ভাইরাল হওয়া ভিডিওটিতে দাবি করা হয়েছে, গত ২৭ এপ্রিল রাত ৮টার দিকে মণিহার এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরও বলা হয়েছে, মিছিলটি আর এন রোড, নড়াইল স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এবং এটি আগের ঝটিকা মিছিলগুলোর তুলনায় বড় ছিল। এমনকি, বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করা হয়েছে।
তবে, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই ভিডিওটিকে ‘এডিট করা’ বলে দাবি করেছেন। তারা বলছেন, মণিহার এলাকায় সম্প্রতি এমন কোনো মিছিল বা সমাবেশ অনুষ্ঠিত হয়নি। তাদের ধারণা, একটি কুচক্রী মহল তৃণমূলের নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।

 

যশোর জেলা আওয়ামী লীগের একাধিক নেতার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, তাদের জানা মতে গত রাতে মণিহার এলাকায় আওয়ামী লীগের কোনো মিছিল হয়নি। যুবলীগের একাধিক কর্মীও একই কথা বলেছেন। তারা সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটিকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

 

এদিকে পুলিশ বলছে, মণিহার এলাকায় খোঁজ এমন কোনো মিছিল হয়নি। এই পরিস্থিতিতে, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওটি নিয়ে যথেষ্ট ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।